Saturday, March 24, 2018, 6:41 am |

image

'২০১৭ তে কেমন ছিল বাংলাদেশ'


২০১৭'র অনেক স্মৃতি-বিস্মৃতিকে পিছনে ফেলে চলে এসেছে ২০১৮ সাল। ঘটে গিয়েছে অনেক ঘটনা। না পাওয়ার বেদনা আর পাওয়ার আনন্দও রয়েছে সবার মনে। বিস্তর আলোচনা-সমালোচনাও রয়েছে গেল বছর নিয়ে। বন্যা ও পাহাড় ধসের মতো দুর্যোগ, রোহিঙ্গা সঙ্কট, অন্তর্ধান, ঊর্ধ্বমুখী চালের বাজার অস্বস্তিতে ফেললেও রাজনীতির মাঠে অস্থিরতা না থাকায় অনেকটা স্বস্তিবোধ ছিল মানুষের মধ্যে। বিদায়ী বছরটিতে আমরা কী চেয়েছি, কী পেয়েছি, হারিয়েছি–ই বা কী তার হিসাব মিলানোর ভার থাক কালপুরুষের হাতে। কেমন কেটেছে ২০১৭ সাল- এ প্রশ্নটিও তাই অবান্তর। প্রাপ্তি আর অপ্রাপ্তির মাঝের দুস্তর ব্যবধান কখনো পূরণ হবার নয়। তবুও বছরজুড়েই শিরোনাম হয়েছে নানা ঘটনা-দুর্ঘটনা। বিশ্ববাসীর নজর কেড়েছে বাংলাদেশিদের নানা অর্জন। চায়ের কাপে ঝড় তোলা এমন কিছু ঘটনা নিয়ে আমাদের আয়োজন '২০১৭ তে কেমন ছিল বাংলাদেশ'।